বিজন বেপারী
শো শো শব্দে হঠাৎ আসে
শ্রাবণ মাসের বৃষ্টি,
চারিদিকে ধোঁয়ার মতো
যেদিকে দেই দৃষ্টি।
ঝপাঝপ বৃষ্টি পড়ে
গগন থেকে নিচে,
কৃষক-কৃষানী দৌড়ে নামে
উঠানে শষ্য নিতে।
ছাগলগুলো দৌড়ে পালায়
ছাউনী কোথায় আছে,
রাস্তার কুকুর হিংসা ভুলে
থাকে মিলেমিশে।
শুকাতে দেয়া জামা কাপড়
আবার ভিজে সারা,
স্কুল ফেরত খোকা-খুকির
সারা শরীর ভেজা।
0 Comments