Header Ads Widget

২০২২ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেসকল কাজ করলে বিদ্যালয়টি একটি আদর্শ বিদ্যালয়ে পরিণত হবে।

২০২২ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেসকল কাজ করলে বিদ্যালয়টি একটি আদর্শ বিদ্যালয়ে পরিণত হবে তা নিচে দেয়া হল-

১) উপস্থিতি ১০০% নিশ্চিত করতে পাড়াভিত্তিক অভিভাবক ও শিক্ষকদের সমন্বয়ে কমিটি গঠন ও দায়িত্ববন্টন।

২) ১০০% শিক্ষার্থী যাতে বাংলা ইংরেজি রিডিং পড়তে পারে এজন্য বছরের প্রথম সপ্তাহের মধ্যেই দুর্বল শিক্ষার্থী চিহ্নিত করে সবল+দুর্বল শিক্ষার্থী ও শিক্ষকদের সমন্বয়ে গ্রুপ তৈরি ও১০০% শিক্ষার্থীর রিডিং পড়া নিশ্চিত করা।

৩) প্রাক প্রাথমিক ও ১ম শ্রেণি ও ২য় শ্রেণির শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন ছবির বই,ছোট গলপের বই পড়তে দেয়া।

৪) ১০০% স্কুল ড্রেস নিশ্চিত করার লক্ষ্যে দরিদ্র শিক্ষার্থীদের তালিকা তৈরি করে প্রয়োজনে বিত্তবান অভিভাবকদের সহযোগিতায় ড্রেস তৈরি করে দেয়া। 

৫) বিদ্যালয়ের পরিবেশ সুন্দর করার লক্ষ্যে খেলনা সামগ্রী স্থাপন ও ফুল+ ফলের বাগান করা।

৬) বন্ধু ব‍‍্যাংক জোড়দার করা।

৭) আনন্দের সাথে শিখন নিশ্চিত করার জন্য শ্রেণি ও বিষয়ভিত্তিক কুইজ তৈরি করে সাপ্তাহিক/ মাসিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা ও পুরষ্কার প্রদান।

8) ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি শব্দভান্ডার বৃদ্ধির জন্য পাঠ্যবইয়ের শেষে দেয়া শব্দার্থ প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক শব্দ শেখা ও সাপ্তাহিক/মাসিক মূল্যায়ন।

৯) জাতীয় সংগীত সহ নির্ধারিত ১৪ টি সংগীত ও আরো কিছু দেশাত্নবোধক গান( প্রতি সপ্তাহে অন্তত ১ টা) শেখা , মূল্যায়ন করা ও পুরষ্কার দেয়ার ব্যবস্থা করা।

১০) আবৃত্তি,সংগীত, চিত্রাঙ্কন, নৃত্য, অভিনয় ইত্যাদি বিষয়ে দল গঠন এবং নিয়মিত প্রতিযোগিতার আয়োজন, সম্ভব হলে সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকের ব্যবস্থা করা।

১১) বিদ্যালয়ে একটি সমৃদ্ধ লাইব্রেরি স্থাপন করা এবং শিক্ষার্থীদের বই পড়া প্রতিযোগিতার আয়োজন করা।

১২)শিক্ষার্থীদের পুরষ্কার হিসেবে গাছ প্রদান।

১৩) নিয়মিত মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে পাঠদান করা। প্রত্যেক শিক্ষক প্রতিদিন অন্তত একটা মাল্টিমিডিয়া ক্লাস নিবেন। ( প্রতিদিন প্রতি ক্লাসে অন্তত ১ টা ক্লাস)

১৪)খেলার মাধ‍্যমে  শিখন ব‍্যবস্থা করা।

১৫) সুন্দর হাতের লেখা শেখানোর জন্য প্রতিদিন অন্তত একটা করে বর্ণ শেখানো।

১৬) প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে বাংলা ও ইংরেজি রিডিং প্রতিযোগিতার আয়োজন করা ও পুরষ্কার প্রদান।

১৭) সকল শিক্ষার্থীর কমপক্ষে ১০ পর্যন্ত নামতা শেখানোর জন্য গণিত ক্লাসে শুরুতে বা সমাবেশে প্রতিদিন নামতা চর্চা করা। 

১৮) প্রতিদিন প্রথম পিরিয়ডের শুরুতে ১ টা করে নীতিবাক্য শেখানো(One day one moral)।

১৯) ১ থেকে ১০০ পর্যন্ত বানান করে বাংলা ও ইংরেজিতে প্রত্যেক শিক্ষার্থী যেন পারে এজন্য প্রতিদিন অন্তত একটা করে বানান শেখানো।



২০) বাংলা ও  ইংরেজিতে দিন, মাস, ঋতু, বছরের নাম শেখানোর জন্য প্রতিদিন একটা করে চর্চা করা এবং নিশ্চিত করতে প্রতিযোগিতার আয়োজন করে পুরষ্কার দেয়া।

২১) হলদে পাখির দল গঠন করা।

এছাড়া সরকারি সকল নির্দেশনা ১০০% বাস্তবায়ন করতে হবে।

Post a Comment

0 Comments