Header Ads Widget

উপলব্ধি


--ফারহানা পারভীন জুঁই

জীবনের প্রতিটি পদক্ষেপে শিখছি আমি

এতটুকু বয়সে বুঝেছি শিখার আসলেই কোন বয়স নেই।

মানুষ যেখানে ঠেকে,সেখানেই শিখে।

সর্বোচ্চ সার্টিফিকেট অর্জন মানেই কি শিখার শেষ?

বা কতগুলো সার্টিফিকেট থাকলেই কেউ শিক্ষিত নয়।

যদি না সঠিক শিক্ষায় শিক্ষিত হয়।

আমি মানুষকে বিশ্বাস করে শিখেছি সে অবিশ্বাসী হতে পারে।

আমি উপকার করে শিখেছি সে অপকার করতে পারে।

আমি উদার হয়ে দেখেছি সে কৃপণ হতে পারে।

আমি আশা করে শিখেছি নিরাশ হতে হবে।

আমি ভালোবেসে শিখেছি আমি ঠকতে পারি।

আমি স্বপ্ন দেখে শিখেছি স্বপ্ন পূরণে বাধা আসতে পারে।

আমি নিজেকে প্রশ্ন করি শিখেছি অনেক উত্তর জানার বাকি আছে, আছে জানার ভুল।

জীবন আমায় শিখিয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে এতে মিথ্যে নেই একচুল।

শিক্ষার জন‍্য শুধু স্কুল কলেজ ডিঙ্গাতে হয় না 

প্রয়োজন সঠিকভাবে শিখার ইচ্ছার।

তাই শিখার কোন বয়স নাই।

Post a Comment

0 Comments