বিজন বেপারী
বিজয় শব্দটি রক্তে ভেজা
বহুত ত্যাগের ফল,
চৈত্র মাসের তপ্ত দুপুরে
বরফ গলা জল।
কৃষক কৃষাণীর সপ্নের ক্ষেত
মাঠ ভরা ধান,
বিজয়ের নিশান উড়ছে দেখ
মাঝির কণ্ঠে গান।
ষোড়শী এক পথ বালিকা
যাচ্ছে উদাস মনে,
ইচ্ছে মতো সেজে গুজে
কত্তো খুশি লাগে।
সোনার দেশে সোনার মানুষ
সবাই হাসি খুশি,
স্বাধীনতা ভাগ করে নেই
সবাই দেশটা গড়ি।
১০/১১/২০২১
ঝালকাঠি সদর।
0 Comments