Header Ads Widget

বিশ্বাস ঘাতকদের মরাই উচিত

 এক ছিল পাখি শিকারী। পাখি শিকারের বাড়িতে একদিন এক অতিথি এল। অতিথিকে খেতে দেবার মতো সেদিন পাখি শিকারীর বাড়িতে কোন পাখি অবশিষ্ট ছিল না । সে তার তিতির পাখিটাকে তাই জবাই করার জন্য নিয়ে এলো । তিতির পাখিটা তখন তাকে তিরস্কার করে বললো- তুমি এত বড় নেমকহারাম আগে তা জানতাম না ‌। এতদিন অন্য সব পাখিদের ভুলিয়ে-ভালিয়ে তোমার ফাঁদে এনে ফেলতাম আর তুমি কিনা আজ আমাকে জবাই করতে যাচ্ছো?


পাখি শিকারী লোকটি উত্তর দিলো- এই জন্যে তো, মানে সেই কারণেই তো তোমার শাস্তি হওয়া উচিত । কারণ তোমার জাত ভাইদের ওপরেও তোমার কোন মায়া দয়া নেই।

উপদেশ: নিমক হারামেরা সকলের কাছেই ঘৃণ্য।



Post a Comment

0 Comments