কবি বিজন বেপারী'র সম্পাদনায় ৩য় যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ আগামী একুশে গ্রন্থমেলা -২০২৪ উপলক্ষে দক্ষিণ বঙ্গের খ্যাতিমান কবি ও ছড়াকার বিজন বেপারী'র সম্পাদনায় প্রকাশিত হয়েছে একটা দারুণ যৌথ কাব্যগ্রন্থ," ছড়া-কবিতায় অপরূপ আমার দেশ"। যে কাব্যগ্রন্থে দেশের বিভিন্ন জেলার নামকরা ২১জন কবির কবিতা ও ছড়া স্থান পেয়েছে। কাব্যগ্রন্থটি শিশু ও কিশোরদের উপযোগী করে গড়ে তুলতে বিশেষ খেয়াল রাখা হয়েছে। এবং কাব্যগ্রন্থটি পড়লে দেশাত্মবোধ জাগ্রত হবে প্রতিটি মানুষের। আগামী বইমেলায় কাব্যগ্রন্থটি পাওয়া যাবে ইমন প্রকাশনীর স্টলে। বইটির মলাট মূল্য ২৫০ টাকা। কাব্যগ্রন্থটিতে যে সকল সম্মানিত কবিদের কবিতা স্থান পেয়েছে তারা হলেন ঝালকাঠির কবি আল আমীন বাকলাই, কবি ও ছড়াকার বিজন বেপারী, কবি মোঃ রবিউল ইসলাম, কবি জিল্লুর রহমান জিল্লু, কবি মতিলাল মিস্ত্রী,কবি ডাঃ সঞ্জয় বড়াল, কবি কামরুন নাহার বিশ্বাস, কবি মিতা মিত্র, কবি ইজাজ আহমেদ রিপন, কবি অরবিন্দ হাওলাদার, কবি খাদিজা ইয়াসমিন, কবি আর এইচ বিন্দু, কবি লিপিকা মিত্র, কবি সঙ্গীতা সমদ্দার, বরিশালের কবি মারুফা খানম, পিরোজপুরের কবি সুনির্মল দেউরী সবুজ, খুলনার কবি অভিজিৎ কুমার মন্ডল, টাঙ্গাইল জেলার কবি কমলা সরকার, কুমিল্লা জেলার কবি সুপ্রিয়া ভৌমিক, দিনাজপুরে কবি মোসাম্মৎ আকলিমা আখতার এবং রাজশাহীর কবি শিবানী রানী।
কাব্যগ্রন্থের সম্মানিত সম্পাদক ও প্রকাশক বইটি কিনে নিজে এবং অন্যকে পড়তে উৎসাহিত করতে অনুরোধ করেছেন।
0 Comments