প্রহ্লাদ কুমার প্রভাস
পুথিগত জ্ঞান, করা হয় না সম্মান
যদি না হাতের কাজ জানো।
বড় বড় ডিগ্রী তোমার, সার্টিফিকেটে
করে না পারাপার যদি টাকা দিতে হার মানো।।
দিনরাত্র সময় দিলে পড়াশোনায়,
বয়স হয়েছে চল্লিশের গোড়ায়
বিয়ে সাদি হয়নি করা।
দাড়িকটা সাদা তোমার, মাথা ভর্তি টাক
বিয়ের ফুলে ফুটে যেন আজ তা আধমরা।।
পড়াশোনা শেষ করে ,
একটা ভালো চাকরি নিয়ে
ভাবছো করিব বিয়ে??
টাকা ছাড়া চাকুরি নাই,
ঠিক বয়সে বিয়ে নাই
কি হবে এতো জ্ঞান দিয়ে??
পড়াশুনায় করে বয়স পার,
বাবাসহ সবাই বলিবে তুই যে,
বেকার কি হবে তোকে দিয়ে??
নিজের কাছে বারেবার,
প্রশ্ন করতে থাকো অবিরল
এই বেকারত্ব ঘুচবে কিসে?
কোথা পাই টাকা কড়ি,
টাকা ছাড়া দাম নেই
এক কড়ি কে দিবে চাকুরি?
ইনকাম ছাড়া জ্ঞান শূন্য,
মানুষ হিসেবে অপূর্ণ মানুষ
জীবনে এটাই খুব দরকারি।।
টাকা ছাড়া বৃথা সব,
বেকারত্ব অভিশাপ
মানব হিতে করেনা কল্যাণ।
মানসিক পারিবারিক চাপে,
কত যুবক কেদেঁ মরে
ঝরে যায় কত তাজা প্রাণ।।
0 Comments