Header Ads Widget

পৌষ সংক্রান্তি - বিজন বেপারী

 পৌষ সংক্রান্তি 

বিজন বেপারী 


পৌষ মাসের অই শেষের দিনে

পৌষ সংক্রান্তি কয়,

বাংলার প্রতি ঘরে ঘরে

পিঠা পুলি হয়।


বাস্ত পূজা ন্যাড়া পোড়া

এইতো তার‌ই অংশ,

ছেলেমেয়ের খুশির সেদিন

হচ্ছে আজ তা ধ্বংস।


মা মাসী আর কাকী জেঠী'র

ছিলোনা তো ঘুম,

রাত জেগে সব পিঠে পায়েস

পার্বণের সেই ধুম।


রঙিন কতো উড়ত ঘুড়ি

নীল আকাশের গায়ে,

দিনটা যেতো চড়া বেড়ায়

পাড়ায় পাড়ায় গাঁয়ে।


কাকিমারা ডেকে ডেকে

পিঠার ঝুড়ি দিতো তুলে,

খেজুর রসের গুড় আর পিঠে

যাচ্ছি আজি সব‌ই ভুলে।


পুরোনো সেই দিনগুলো আজ

শুধুই মনে স্মৃতি,

হারিয়ে যায় ছোট্ট খোকার 

সকল সংস্কৃতি।








Post a Comment

0 Comments