ছড়া সম্রাট সুকুমার
বিজন বেপারী
ছড়া লিখে পান সে মজা
খুশিতে হইচই,
তাঁর ছড়াতে বৃদ্ধ শিশুর
মনে ফোটে খই।
লিখেন ছড়া নিজ মনেতে
যেনো শিশুর গল্প,
মাঝে মাঝে দাদু বলে
এতো আমার কল্প।
ছড়া সম্রাট তিনি হলেন
সুকুমার বড়ুয়া,
বঙ্গদেশে তিনি মোদের
সব'চে বড় ছড়ুয়া।
দুই সুকুমার এপার ওপার
বড়ুয়া আর রায়,
ছন্দ তালের আলিঙ্গনে
তাঁদের খুঁজে পায়।
0 Comments