ঝালকাঠি প্রতিনিধিঃ জাতীয় শিক্ষা পদক-২০২২ জন্য ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ শিক্ষক (সহকারী) নির্বাচিত হয়েছেন বিজন বেপারী। তাঁর এই নির্বাচনে জেলার শিক্ষক, সাধারণ মানুষ, প্রাথমিক শিক্ষা অফিস এবং নিজ বিদ্যালয়ে চলছে খুশির আমেজ। তিনি ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের ১৫ নং বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
বিজন বেপারী ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের ডুমরিয়া গ্রামে ১৯৮২ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম বিমল কৃষ্ণ বেপারী এবং মাতার নাম বকুল রানী বেপারী। তিনি ২০১০ সালে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন পাকমহর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। তাঁর আগে তিনি এক বছর চারুখান মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা করেছেন।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অধিকতর যোগ্য , দক্ষ ও মেধাবীদের মধ্যে যিনি বিদ্যালয়ে শিখন শেখানো কার্যক্রমের পাশাপাশি সামাজিক যোগাযোগ, মননশীলতা, সৃজনশীলতা এবং ব্যক্তি চরিত্রে শ্রেষ্টত্বের অধিকারী তাকেই জেলা পর্যায়ে এ পদকে ভূষিত করা হয়।
তিনি করোনাকালীন সময়ে ঝালকাঠিতে "ঝালকাঠি অনলাইন প্রাইমারী স্কুল" এর মাধ্যমে পাঠদান করেছেন জেলার প্রথম শিক্ষক হিসেবে।। করোনাকালীন সময়ে তিনি প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ঘরে বসে শিখি ফেসবুক পেইজে নিয়মিত লাইভ ক্লাস নিয়েছেন। তিনি শিক্ষক বাতায়নের ঝালকাঠি জেলার প্রথম আইসিটি এ্যামবাসেডর এটুআই। তিনি আন্তরিকতার সাথে নিজের বিদ্যালয়ের সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন এবং অনেক উন্নয়ন সাধন করেছেন।। তিনি বালিঘোনা ক্লাস্টারসহ সদর উপজেলার যেকোন বিদ্যালয়ের যেকোন আইসিটি সম্পর্কিত সমস্যা সমাধানে আন্তরিকতার সাথে কাজ করেন।
জেলা পর্যায়ের জাতীয় শিক্ষা পদক বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে ২৮ সেপ্টেম্বর ২০২২ ঝালকাঠির জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে।
শিক্ষকতার পাশাপাশি বিজন বেপারী লেখালেখি করেন। তার কবিতা ও ছড়া দেশ বিদেশে বেশ সাড়া জুগিয়েছে। তিনি দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক প্রথম আলো, যায়যায়দিন, ভোরের দর্পণ, সমকাল, প্রতিদিনের সংবাদ পত্রিকাসহ দেশের বিভিন্ন স্থানীয় পত্রিকায় নিয়মিত লেখালেখি করে যাচ্ছেন। তার লেখা কবিতা ছড়া বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিয়মিত প্রকাশিত হচ্ছে।।
তাঁর সকল মহৎ কর্মকান্ডের মাধ্যমে নিজ বিদ্যালয়সহ প্রাথমিক শিক্ষা বিভাগকে আরো সমৃদ্ধ করতে চান বলে আশা প্রকাশ করেছেন। তিনি বিভাগীয় পর্যায়েও যেন ঝালকাঠি জেলার মান রাখতে পারেন তাই সকলের দোয়া এবং আশীর্বাদ কামনা করেছেন।
0 Comments