Header Ads Widget

ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন ও কত তম জন্মদিন জানুন

 ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে অনেকের অজানা কিছু তথ্যঃ




১৪২৯ বাংলার (২০২২ সাল) জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮তম জন্মাষ্টমী। কারণ, বিভিন্ন পুরাণ ও প্রাচীন গ্রন্থ মতে, ভগবান শ্রীকৃষ্ণ ১২৫ বছর প্রকট লীলাবিলাস করেন। ১২৫ বছর ধরাধামে অবস্থান করে বৈকুন্ঠে গমন করেন। মাঘ মাসের পূর্ণিমা তিথিতে তিনি ইহধাম ত্যাগ করে অন্তর্ধান করেন। সেই দিনই কলি প্রবেশ করে। সেই দিন ছিল শুক্রবার। খ্রিস্টপূর্ব ৩১০১ সালে কলিযুগ আরম্ভ হয়। বর্তমান ২০১৯ খ্রিস্টাব্দ। তা হলে কলির বয়স ৩১০১+২০২২=৫১২৩ বছর। শ্রীকৃষ্ণের অর্ন্তধানের দিন কলির আবির্ভাব। শ্রীকৃষ্ণ ১২৫ বছর প্রকট লীলা করেছেন। তা হলে শ্রীকৃষ্ণের আবির্ভাব ৫১২৩+১২৫=৫২৪৮ বছর পূর্বে হয়েছিল।

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা।।

Post a Comment

0 Comments