চায়ের আড্ডা
বিজন বেপারী
চায়ের আড্ডা বটের তলা
কাটলো যে বেশ ভালো,
আকাশ পানে মেঘ করেছে
পাহাড় সমান কালো।
সাজ্জাদ আমি ইতি দীপা
ঘুরতে ঘুরতে আসা,
দিনের শেষে ক্লান্ত বেশে
একটু সুখের ভাষা।
ইতির হাসি ভূবন জোড়া
পেলে দিদির দেখা,
দীপার পাকা চুলের গপ্পে
মনে হাসির রেখা।
চায়ের টাকা সবাই দেবে
ইতি গেলো জিতে,
আবার হবে চায়ের মিলন
কীর্তনখোলার বীচে।
0 Comments