বাইশে শ্রাবণ
বিজন বেপারী
শ্রাবণ এলে শ্রাবণ ধারা
মোদের অবুঝ চোখে,
তোমায় স্মরি বাইশে শ্রাবণ
কষ্ট নিয়ে বক্ষে।
তোমার গান আর কাব্য গুলো
সজীব যেমন তেমন,
কাব্যে এতো গভীরতা
ভেবেই মরে এ মন।
নতুন নতুন পড়তে গিয়ে
সাহিত্য বোঝে না,
উদ্ধত দেখায় দু'চার জন
তোমায় চেনে না।
বিশ্বে কতো কবির মাঝে
তুমি বিশ্ব কবি,
প্রয়াণ দিনে শ্রদ্ধা হৃদে
আঁকি তোমার ছবি।
বিজন বেপারী
ঝালকাঠি, বরিশাল।
0 Comments