এক পশলা বৃষ্টি
-নির্মল কুমার দে
বহু দিন পর অপেক্ষায় আজ
পাই এক পশলা বৃষ্টি,
প্রশ্বাসে বুক ভরে ওঠে
খুঁজে পাই সব সৃষ্টি।
ভিজে মাটির সোঁদা গন্ধ
জানলায় বৃষ্টির ঝাপটা,
আয় আয় জোরে আয় আজ
দেখাও তোমার দাপটা।
হাঁসগুলো আজ দলে দলে
নালায় খোঁজে পোঁকা ,
গরু মোষ সব জলে ভেজে
যায় নাকো যে রোখা।
গাছ গুলোর প্রাণ আসে ফিরে
শুঁষে বৃষ্টির রেখা,
এসেছে মনে বাঁচার আশা
একটু বৃষ্টির দেখা।
0 Comments