এই দুনিয়ায়
মজনু মিয়া
রঙ মাখিয়া সঙ সাজিয়া মানুষ এখন বহুরূপী,
বিদ্যুৎ দিয়ে আলো জ্বালে চলে না আর তেলের কূপি।
কূপের জলে নামায় না রশি হাঁড়ি মোটর ঘরে ঘরে,
হাত পাখার বাতাস পুষে না বিজলি ফ্যান চালু করে।
হাঁটতে গেলে দূর্বল লাগে ভ্যান টলি মোটরসাইকেল,
গাড়ি ঘোড়া দৌড়ায় মানুষ পোশাকে হয় মাইকেল।
ছেলে-মেয়ে কথা শুনে না ইচ্ছে মতো চলতে চায় তারা,
ঘরের পরিবারের কথা দুঃখে দুঃখে জনম ভরা।
তবু চলছি চলতে হবে দুনিয়ায় ঘুরে ফিরে এভাবে,
হিসাব করি না আর করব না কে কি বা আর পাবে?
0 Comments