Header Ads Widget

শিক্ষক বাতায়নে সেরা উদ্ভাবক হলেন ভোলার শিক্ষক জুঁই ।


নিজস্ব প্রতিনিধিঃ

করোনাকালে অনলাইনে পাঠদান করে শিক্ষক বাতায়ন কতৃক সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত হওয়ার পর এবার সেরা উদ্ভাবক নির্বাচিত হলেন ফারহানা পারভীন জুঁই। তিনি এ-টু-আই কর্তৃক পরিচালিত টিচার্স অনলাইন পোর্টালে ৫ লক্ষাধিক শিক্ষকের মধ্যে সেরা উদ্ভাবক নির্বাচিত হন। ফারহানা পারভীন জুঁই ভোলা সদর উপজেলার চর ভেদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। জুঁই এর আগে অনলাইনে পাঠদান করে শিক্ষক বাতায়ন কতৃক সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত হয়েছিলেন।
ফারহানা পারভীন জুঁই বলেন, আমি গত ২০২১ সালের আগষ্ট মাসের ২য় পাক্ষিকে সেরা অনলাইন পারফরমার নির্বাচিত হই। তারপর থেকে প্রবল ইচ্ছা কাজ করেছে বিদ্যালয়ে বিভিন্ন উদ্ভাবন নিয়ে কাজ করার। বিদ্যালয় খোলার পর থেকে শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করেছি। তার সেগুলোই প্রিয় শিক্ষক বাতায়নে আপলোড করি।
বাতায়নকে সমৃদ্ধ করতে প্রতিদিন কাজ করেছি বলেই আমি আজ সফল। ফেব্রুয়ারির প্রথম পাক্ষিকে সেরা উদ্ভাবক নির্বাচিত হয়েছি। এ বিষয়ে এটুআই কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ জানান তিনি।
চর ভেদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজিমুদ্দিন বৃহস্পতিবার দুপুরে আজকের পত্রিকা কে জানান, আমার বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারহানা পারভীন জুঁই ২০১৯ সাল থেকে এ বিদ্যালয়ে চাকরি করছেন। তার অনেক প্রতিভা রয়েছে। সে শুধু শিক্ষক বাতায়নই নয়, স্কুলের জন্য এবং স্কুলের শিশু শিক্ষার্থীদের জন্য সব সময় কাজ করে যাচ্ছেন। জুঁই নিজের জন্য নয়, বিদ্যালয়ে ক্লাস করা থেকে শুরু করে সব বিষয়ে অগ্রণি ভূমিকা পালন করছেন।











Post a Comment

0 Comments