Header Ads Widget

হৃদয়ের রক্তক্ষরণ।। প্রভাবতী লাকী

 


প্রভাবতী লাকী


বহিরাঙ্গের কাটা, পোড়া দাগ 

কালান্তরে মিলিয়ে যায় একদিন

হৃদয় খোঁচিতো বেদনার বিষাদময়

রক্ত রেখা উকি দেয় বার বার।

সমস্ত মানবজমিন বোধ হয় 

বেদনার উর্বর জন্মস্থান।

কোন অন্তর কাননে জীবন সৃষ্টি লগ্নে

যাতনার বীজ অঙ্কুরিত হয়, 

অল্প বয়সেই তার সমাপ্তি ঘটে।

কোন হৃদয়ে অনন্ত কাল আত্মার 

শাসক হিসাবে রাজত্ব করে 

সেই বিষাক্ত বেদনার কিট।

শক্তের ভক্ত বেদনার দানাগুলো

 নিঃশেষ করে দেয় তিলে তিলে

নরমের জম হয়ে কোমল হৃদয়কে।

এক মানবকে বাহক করে,

 অন্য মানবকে উপহার দেয় নির্মম রক্তাক্ত বজ্রাঘাত।

যে কাঁদায় আর যে কাঁদে এরাতো এক‌ই মানুষ,এক‌ই বিধাতার সমগোত্রীয় সৃষ্টি।

অথচ এই খণ্ডকালীন জীবনে কেউ পূর্বজন্মের সুকর্মের ফল উপভোগ করে আর কেউ পরোজন্মের জন্য পাপের বোঝা সৃষ্টি করে অপরিমেয় সুখের আশ্বাসে।

সুখের শান্তিনগরে যার বসবাস সেইতো দীর্ঘায়ু লাভের অধিকারী।

যার প্রতিটি নিঃশ্বাসে দুখের কাল ধোঁয়ার ধ্বংসযজ্ঞ চলতে থাকে তারতো আয়ু খুবই ক্ষীন।

কেউ এক মূল্যবান স্থান থেকে অর্থ নিয়ে শান্তিতে জীবন উপভোগ করে,

 কেউ দ্বারে দ্বারে ঘুরে দুমুঠো ভিক্ষার লোভে।

যে সারাদিন ছুটে বোধহয় সে কত‌ই যেন আনে,

 শূন্য হাতে ঘরে ফেরাটা কেউ দেখতে পায়না।

কেউ আফুরন্ত ক্ষুধা মনের গহীনে কবর দিয়ে উৎফুল্ল চিত্তে চলে,

 কেউ যা ঘটে তার অনেক বেশি বলে।

এই সুন্দর সুশীতল সুশীল সমাজে সবাই দু'মুঠো খেয়ে স্বাচ্ছন্দে বাঁচতে চায়,

কারো সে ভাগ্য হয় কেউবা রক্তাক্ত হৃদয় নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে বাধ্য হয়।

*********************************

Post a Comment

0 Comments