Header Ads Widget

অনন্ত আশাঃ প্রভাবতী লাকী



প্রভাবতী লাকী 

মানুষ হারিয়ে যায় মিথ্যে আশায় ছুটে, জন্ম-জন্মান্তরে সৌভাগ্যের সন্ধ্যানে ভগ্যে তবু সুখ নাহি জোটে। অনন্ত আকাশ, দিগন্তহীন নদী ‌সীমাহীন পৃথিবীর মাঝে, আত্মার কিছুক্ষণ অবস্থান অস্থায়ী কাঠামোর সাজে। ক্ষনিকের মুখশ্রী, কিছু আলাপন স্মৃতি হয়ে রয়ে যায় অনাগতের মনে, আবার বিস্মৃত হয়ে যায় গভীর আঁধারে যুগ হতে যুগান্তরে জীবনের সন্ধিক্ষণে। মানুষ কি সত্যি বেঁচে থাকে? নাকি বিধাতার নির্দেশে দর্শন করে জগত ভূমি, পরিদর্শনে কিছু সময় অবস্থান করে এখানে কি সম্পূর্ণ সুখী আমি-তুমি? অরুণ উদিত হয় আলোকিত করে ধরা মানুষ যদি মানুষে পরিণত হয়, প্রেম বিলাতে পারে পৃথিবীতে প্রকৃতির মতোই নশ্বর রয়। উজ্জ্বল তারকার মতো জেগে থাকে লোকান্তরে আলো ও বাতাসের মতো স্থায়ী রয় সে, নিয়ত জাগ্রত রূপের খেলায় পুলক ছড়ায় আকাশে। ********* ঝিনাইদহ, বাংলাদেশ।
Seen by Provaboti Biswas at Tuesday 6:09am

Post a Comment

0 Comments