ভেজাল
--তন্ময় অধিকারী
মৃত্যু অনিবার্য জেনেও,
ভালোবাসার মুক্তো তুলতে,
সমুদ্রে ঝাঁপ দিতে পিছ'পা হয়নি।
দুঃখ নামক সূর্যকে প্রদক্ষিণ করে,
অপমৃত্যু হয়েছে পৃথিবীর।
সভ্যতা আজ ফরমালিন মিশ্রিত,
ভেজাল আসল রাজা
তাইতো সূর্যকে ছেড়ে,
চাঁদকে নিয়ে কাব্য হয়েছে বারবার
প্রয়োজনে সবাই বানিয়েছে প্রিয়জন।
0 Comments