নববর্ষের ছড়া
খাদিজা ইয়াসমিন
নববর্ষ নতুন বছর, নতুন দিনের স্বপ্ন
পুরান দিনের দুঃখ ভুলে নতুনের বীজ বুনবো।
খুব সকালে খাব আমরা পান্তা ইলিশ ভাজা,
মনটা সদয় রবে যেনো টাটকা আর তাজা।
মুড়ি মুড়কি বাতাসা আর মন্ডা মিঠাই কিনে,
বন্ধুরা সব এক হয়ে খাব মজা করে।
নাগর দোলায় ক্যাচর ক্যাচর শব্দ হবে যখন,
লুকোচুরি খেলা নিয়ে মেতে থাকবো তখন।
শুভ বর্ষ শুভ দিনে করবো মোরা পণ,
দেশের তরে ঝাঁপিয়ে পড়ে, রাখবো দেশের মান।
0 Comments