Header Ads Widget

ঝালকাঠিতে ২০২৩ সালে প্রকাশিত ১২খানা ব‌ইয়ের মোড়ক উন্মোচন করেন সংসদ সদস্য আমির হোসেন আমু

মঞ্চে আছেন মাননীয় সংসদ সদস্য জনাব আমির হোসেন আমু।


       স্টাফ রিপোর্টার: ঝালকাঠি জেলার ২০২৩ সালে প্রকাশিত ১২খানা কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন সাবেক সফল শিল্প ও খাদ্যমন্ত্রী, ঝালকঠি-২ আসনের সংসদ সদস্য জনাব আলহাজ্ব আমির হোসেন আমু। গতকাল জেলার শিল্পকলা একাডেমীতে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষা শহিদ দিবসের আলোচনা সভার প্রথমে সকল কবি সাহিত্যিকদের উপস্থিতিতে ২০২৩ সালে প্রকাশিত ১২খানা কাব্যগ্রন্থের মোড়ক একসাথে উন্মোচন করা হয়। আলোচনা পর্বে সম্মানিত প্রধান অতিথি জনাব আমির হোসেন আমু সকল কবি সাহিত্যিকদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ঝালকাঠি জনাব ফারাহ্ গুল নিঝুম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আফরুজুল হক টুটুল পুলিশ সুপার, জনাব এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, চেয়ারম্যান জেলা পরিষদ ঝালকাঠি, জনাব সরদার মোঃ শাহআলম, সভাপতি জেলা আওয়ামীলীগ, উপজেলা চেয়ারম্যানবৃন্দ,মেয়র প্রমুখ। মাননীয় সংসদ সদস্য যে সমস্ত বইয়ের মোড়ক উন্মোচন করেন তা হলো ১।প্রাচীন বাংলায় মুসলমানদের আগমন ঝালকাঠি ২। বাংলা সাহিত্যে ঝালকাঠি - লেখক মুঃ আল আমীন বাকলাই, ৩। জয় বাংলা একটি স্লোগান-মাহমুদা খানম, ৪। কবি বিজন বেপারী সম্পাদিত কবিতার জলছাপ, যেখানে সারা দেশের ১৫ জন কবির অসাধারণ ৭৫ টি কবিতা সংকলিত হয়েছে ৫। বধ্য ভূমির গদ্য-পলাশ রায় ৬।ভাব সাগর ৭। মন মাঝি-জহিরুল ইসলাম বাদল ৮।অন্তিম অপেক্ষায়-মিনহাজ সাদ্দাম ৯।কবি ও কবিতায় ঝালকাঠি-ঝালকাঠি জেলার ছাব্বিশ জন কবির লেখা কবিতা সংকলন ১০।প্রকৃতির সরোবরে-মোঃ রিয়াজ আহসান ১১। নির্বাসন-হৈমন্তী শুকলা ওঝা ১২। প্রত্যাশার প্রহর- মোঃ রবিউল ইসলাম। অনুষ্ঠানে কবি সাহিত্যিকদের পক্ষে বক্তব্য রাখেন কবি মুঃ আল-আমিন বাকলাই, সাধারণ সম্পাদক, কবিতা চক্র ঝালকাঠি।

Post a Comment

0 Comments