স্বপ্নের একাত্তর
রাধা রানী বন্যা
ঘর ছাড়া হয়ে যুদ্ধ করেছে
বীর মাতাদের সন্তান,
একাত্তর তাই কখনো ভুলবেনা
তাঁদের অসীম অবদান।
স্বদেশের মাটিতে বেঁচে থাকার
এমন পরম আনন্দে,
কাঁধে কাঁধ রেখে মাঠে নেমেছি
স্বপ্ন পূরন করতে।
পৌঁছে এখন উন্নয়নশীল দেশে
কাজ করছি সবাই মিলেমিশে।
অন্য কারোর ওপরে মোরা
নির্ভরশীল না হতে,
মহাকাশে পাঠিয়েছি ব্ঙ্গবন্ধু স্যাটেলাইট-১
স্বপ্নের একাত্তর বাস্তবায়ন করতে।
যদি পারি মোরা দেশকে আরো এগিয়ে নিতে সামনে,
তবে বীর বাঙালির আত্মত্যাগ হবে
সর্বোচ্চ গর্ব ও সম্মানের।
0 Comments