প্রভাবতী লাকী।
জন্ম থেকে মৃত্যু অবধি
যুদ্ধ করে বাঁচতে হয়,
বিশ্রামেতে শান্ত হলেই
নেমে আসে পরাজয়।
বিশ্বমাঝে তুষ্ট হতে
ছুটছে সবে অবিরাম,
দুর্মূল্যের সুখ বাজারে
অমূল্য তাই হয় বিশ্রাম।
মাতৃ কোলে জন্ম নিয়েই
বড় হওয়ার যুদ্ধ,
স্বগতিতে চলতে থাকে
শিশু, কিশোর, বৃদ্ধ।
সুখ পাখিকে বক্ষে পেতে
নিত্য ভবে ধাই,
তবুও না সুখের নাগাল
দুনিয়াতে পাই।
কারো চেষ্টা ধনী হতে
কারো আবার জ্ঞানী,
কারো যুদ্ধ বাঁচতে শুধু
পেয়ে দানাপানি।
যুদ্ধ করে বীর যোদ্ধা
রক্ষা করে দেশ,
যুদ্ধ গুনেই সমাজ থেকে
শত্রুরা নিঃশেষ।
যতদিন এই মানব দেহ
সুস্থ আছে ভবে,
বিশ্ব শান্তি বজায় রাখতে
যুদ্ধ করো সবে।
****************
0 Comments