Header Ads Widget

বৃষ্টির অনুভূতি

 


 মোসাম্মৎ আকলিমা আখতার

বৃষ্টি থেমে গেছে খানিকক্ষণ আগে 

এখনো বৃষ্টির গন্ধ দেহ মন জুড়ে 

কি এক নিঃশব্দ মায়ার ভালোলাগা 

মাটি আর বৃষ্টিজলের সন্ধিখেলা

বসুন্ধরার বুকে। 


পাতালের বৃক্ষলতা গাঢ় সবুজ বর্ণ করেছে ধারণ 

ফুলে ফুলে মৌমাছি গান গেয়ে চলেছে 

সতেজ ঘাসগুলো নেচে দোল দিয়ে যাচ্ছে 

পাখিরা যেন মেলে ধরেছে পাখা 

পরম তৃপ্তির সুখে 

তার মানেই  তো বৃষ্টিকে ভালোবাসে সৃষ্টিকুল। 


বৃষ্টি থেমে নেমেছে সন্ধ্যা 

নিয়ন লাইটের আলোয় 

জমে থাকা বৃষ্টির জল কনা 

চন্দ্রিমার চাঁদের ন্যায় করছে আলোর বিচ্ছুরণ 

এক পশলা বৃষ্টির আবর্তে 

হালকা মৃদু মন্দ বায়ু 

যেন শিহরন জাগাচ্ছে

মানব-মানবীর সুপ্ত  কামনায় 

যেন ওরা ও বৃষ্টির প্রতীক্ষায় ছিল। 



বৃষ্টি থেমে গেছে খানিকক্ষণ আগে

এখনো বৃষ্টির গন্ধ দেহ মন জুড়ে 

নীলাম্বরে  শুভ্র মেঘ ভেসে যাচ্ছে 

ওই দূর আকাশের গাঁয়ে

ফাঁকে ফাঁকে দিচ্ছে উঁকি চাঁদ 

ধরণী পরম শান্তির তন্দ্রায়  ভাঙ্গে বাধঁ।


দূর থেকে ভেসে আসছে ছোট্ট শিশুর হাসি 

ও যেন  উল্লাসে উঠল বলে  

বৃষ্টি কে আমিও ভালবাসি।

১৭/১১/২০২১


মোসাম্মৎ আকলিমা আখতার 

সহকারী শিক্ষক 

পাচঁ পুকুর মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয় 

পার্বতীপুর, দিনাজপুর।

Post a Comment

0 Comments