Header Ads Widget

পুতুল নাচের আসর



             মোঃ কামরুল হাছান

পুতুল নাচের আসরে তুমি মগ্ন
আবেগী কথামালায় পিয়াসি,
তুমি এখুনি বলতে চাও ভালোবাসি।

আর আমি দেখছি কাঠির নাচন
নিপুন কথার পিঠে কথা,
মোহনিয়তা জীবন পবন কান্না হাসি।

জ্যোৎস্না রাতের উঠোনে ঘোমটা খোলে
পর্দার আড়ালে মুখতুলে চাঁদ,
পাপেটের মেঘ-লুকোলুকি কথাগুলি।

তুমি আমায় প্রশ্ন করতে আচ্ছা বলোতো
কেন তুমি বোঝনা আমায়,
মোহরূপ কিংবা মানস জ্বালাধরা কামনায়।

পুতুল কিংবা জীবনভেদ অত:পর
নেই বুঝি ক্লেষ্ট ক্লেদ তার,
তোমার জন্য সদা উন্মুখ খোলা দ্বার।

জীবন নাট্যমঞ্চ বলি কিংবা নাটক সম্ভার
ছোট গল্পে তুমি মূখ্য আমার,
ব্যর্থহীন চাল চরিত্র ষোলআনা সংসার।

সময়ের শেষে থেমে যায় আয়োজন
পুতুলের কৃত্তিম নাচন,
তবে থেকে যায় অনিঃশেষ
কথা কবিতার মাতম।

৩০ এপ্রিল ২০২১



Post a Comment

0 Comments